IP Address কি? IP Address কিভাবে কাজ করে?

blog background image

আমরা যারা ইন্টারনেট ব্যবহার করি মোটামোটি সবাই IP (Internet Protocol) Address দেখেছি, কিন্তু এটা সম্পর্কে হয়তো এখনো অনেকেই জানিনা। যেমন, IP কি? আইপি এড্রেস কি? আমরা কেন IP Address ব্যবহার করি? চলুন জেনে নিই ইপি এড্রেস সম্পর্কে।

IP (Internet Protocol) কি?

IP হচ্ছে Internet Protocol এর সংক্ষিপ্ত রূপ।

IP Address কি/আইপি অ্যাড্রেস কী? IP address কাকে বলে?

IP Address হলো Internet Protocol Address। ইন্টারনেটের সাথে সংযুক্ত প্রতিটি কম্পিউটারের একটি ঠিকানা থাকে এ ঠিকানাকে বলা হয় আইপি অ্যাড্রেস (IP Address)।

আইপি এড্রেস দিয়ে কি করা যায়?

তথ্য আদান প্রদানে সাধারানত IP Address ব্যবহৃত হয়ে থাকে। আইপি অ্যাড্রেসের সাহায্যে নেটওয়ার্কভুক্ত লক্ষ লক্ষ কম্পিউটার পৃথকভাবে সনাক্ত করা সম্ভব হয়। সাধারণ ব্যবহারকারীগণ ইপি এড্রেস এর মাধ্যমে তথ্যবলি গ্রহণ ও প্রেরণ করে থাকেন। আইপি অ্যাড্রেসকে বিভিন্ন ক্যারেক্টারের সাহায্যে চিহ্নিত করা যায়। ক্যারেক্টার ফর্মে আইপি অ্যাড্রেসের নামকে ডোমেইন নেম বলে।

আমরা কেন IP (Internet Protocol) ব্যবহার করি?

ইন্টারনেট প্রটোকল হল একটি সাংখ্যিক লেবেল যা একটি কম্পিউটার নেটওয়ার্ক থেকে সংযুক্ত প্রতিটি ডিভাইসের জন্য নির্ধারিত হয়। Network এর মাধ্যমে যোগাযোগ করার জন্য Internet Protocol (IP) Address ব্যবহৃত হয়। আরো সংক্ষেপে বলা যায় একটি IP Address হল একটি Network এর Node বা Host সংযোগ এর Logical Identifier. IP network এ প্রতিটি Host কে একটি নির্দিষ্ট নাম্বার দিয়ে নির্দেশ করা হয় আর এই নাম্বারই হচ্ছে IP (Internet Protocol). IP 32 Bit এর হয়ে থাকে, যাকে ৮ Bit করে ৪ ভাগে ভাগ করা হয়।

➤ আরও জানুনঃ ক্র্যাক উইন্ডোজ এবং অরিজিনাল উইন্ডোজ এর মধ্যে পার্থক্য

Class or Type of IP

 ইপি-এড্রেস-ক্লাস

৫ টি ক্লাস নিয়ে IP গঠিত। ক্লাস গুলো হচ্ছেঃ

  1. Class A
  2. Class B
  3. Class C
  4. Class D
  5. Class E

আমরা এবার জানবো কিভাবে IP এর ক্লাস গুলো কাজ করে।

Class A

Class A এর IP শুরু হয় 0 থেকে, শেষ হয় 127 এ গিয়ে ।

যেসব IP Address এর প্রথম Bit বাইনারি 0 থেকে শুরু হয় সেগুলো হচ্ছে Class A এর IP. এ ধরনের IP এর ক্ষেত্রে প্রথম 8 Bit নেটওয়ার্ক Bit আর বাকি 24 Bit হচ্ছে Host.

নেটওয়ার্ক Bit যদি Host Bit এর তুলনায় কম হয় তাহলে ধরে নিতে হবে এটা Class A এর IP Address.

উদাহরণঃ 10.0.0.1 থেকে 126.255.255.254

Class B

Class B এর IP শুরু হয় 128 থেকে আর শেষ হয় 191 এ গিয়ে।

এই IP Address এর প্রথম ২ টি Bit এর মান হবে 10. এ ধরনের IP এর ক্ষেত্রে প্রথম 16 Bit হবে নেটওয়ার্ক Bit আর বাকি 16 Bit হবে Host Bit.

যদি নেটওয়ার্ক Bit এর সংখ্যা প্রায় Host এর সমপরিমাণ হয় তাহলে ধরতে হবে এটি Class B এর IP Address.

উদাহরণঃ 128.1.0.1 থেকে 191.255.255.254

Class C

Class C এর IP শুরু হয় 192 থেকে আর শেষ হয় 223 এ গিয়ে।

এই IP Address এর প্রথম ৩ টি Bit এর মান হবে 110. এই ধরনের IP এর ক্ষেত্রে 24 Bit Network আর 8 Bit Host.

যদি নেটওয়ার্ক Bit এর সংখ্যা Host এর তুলনায় বেশি হয় তাহলে Class C এর IP Address সিলেক্ট করতে হবে।

উদাহরণঃ 192.0.1.1 থেকে  223.255.254.254

Class D

এটি বিশেষ ধরনের IP Class  যাকে Multicast Network বলা হয়। কোন Host Network এর সকল Router কে খুঁজে বের করার জন্য এই ধরনের IP ব্যবহার করা হয় ।

➤ আরও জানুনঃ Windows-10 এর Update সমস্যা এবং সমাধান।

এই Class এর IP 224 থেকে 239 পর্যন্ত হয়ে থাকে।

উদাহরণঃ 224.0.0.0 থেকে  239.255.255.255

Class E

Class E এর IP গুলো সাধারনত গবেষণার ক্ষেত্রে ব্যবহার করা হয়, Class E তে IP 240 থেকে শুরু হয়ে 255 তে গিয়ে শেষ হয়।

উদাহরণঃ 240.0.0.0 থেকে 254.255.255.254

IP Address-এর ভার্সন

আইপি অ্যাড্রেসের দুইটি ভার্সন IPV4 ও IPV6 চালু আছে।

IPv4:

IPv4 হচ্ছে Internet Protocol Version 4 এর সংক্ষিপ্ত রূপ। এটি হচ্ছে Internet Protocol এর ৪র্থ সংস্করণ এবং Standard Internetworking পদ্ধতির মূল প্রোটকল।

১৯৮৩ সালে IPv4 এর প্রথম সংস্করনের জন্য ARPANET(Advanced Research Projects Agency Network ) কর্তৃক এটি তৈরি করা হয়। IPv4 হল ৩২ বিট এর অ্যাড্রেস স্পেস যার মাধ্যমে প্রায় ৫ বিলিয়ন অ্যাড্রেস ব্যবহার করা সম্ভব। তথ্য প্রযুক্তির এ যুগে খুব অল্প সময়ের পরিবর্তনে অসংখ্য নেটওয়ার্ক ডিভাইস যুক্ত হচ্ছে ইন্টারনেট এর সাথে  আর প্রত্যেকটি ডিভাইস এর জন্য একটি করে IP Address ব্যবহার হয়। নেটওয়ার্ক গবেষক দের মতে IPv4 প্রায় বিলুপ্ত হওয়ার পথে। Internet Assigned Numbers Authority (IANA) একটি নতুন সংস্করণ তৈরি করেন যার নামকরন করা হয় IPv6 (Internet Protocol Version 6). আমরা বর্তমানে আমাদের মোবাইল কম্পিউটার এ যে নেটওয়ার্ক ব্যবহার করছি সেগুলো ও IPv4 এর নেটওয়ার্ক।

উদাহরণ হিসেবে নিচের ছবিটি দেখতে পারেন।

 

IPv4 Addressing

IPv6:

IPv6 হল ১২৮ বিট এর একটি স্পেস যা প্রায় 340 Undecillion (Undecillion মানে ৩৪০ এর পর আরো ৩৬ টি ০) অ্যাড্রেস প্রধান করে। এরই মধ্যে দিয়ে অনেক জায়গায় IPv6 এর ব্যবহার শুরু হয়ে গেছে। IPv4 থেকে IPv6 এ রুপান্তরের ফলে ইন্টারনেট এ উভয় Protocol ব্যবহার হচ্ছে। আর এই প্রক্রিয়াটি সহজ করার জন্য Internet Engineering Task Force (IETF) কয়েকটি সিস্টেম তৈরি করেছে।

সিস্টেম গুলো হচ্ছেঃ

  • Dual Stack
  • Tunneling
  • Translation

Dual Stack

Dual Stack হচ্ছে এমন একটি পদ্ধতি যার মাধ্যমে কোন একটি নেটওয়ার্কে একই সাথে IPv4 ও IPv6 Protocol ব্যবহার করা যায়।

Tunneling

Tunneling হচ্ছে এমন একটি পদ্ধতি যেখানে IPv4 নেটওয়ার্ক এর মধ্য দিয়ে IPv6 এর প্যাকেট সমূহ চলাচল করতে পারে।

➤ আরও জানুনঃ ক্র্যাপওয়্যার কি, কিভাবে ক্র্যাপওয়্যার থেকে সুরক্ষিত থাকবেন?

Translation

এই পদ্ধতিতে একটি IPv4 ও IPv6 Protocol যুক্ত ডিভাইস এর মধ্যে যোগাযোগের জন্য NAT64 নামক একটি Translation পদ্ধতি ব্যবহার করা হয়।  NAT64 এ  IPv4 এ্যাড্রেস থেকে IPv6 এ্যাড্রেসে এবং একটি IPv6 এ্যাড্রেস থেকে IPv4 এ্যাড্রেসে প্যাকেটসমূহকে ট্রান্সলেট করা হয়।

ip address কিভাবে বের করবো?

IP address বের করা অনেক সহজ। ইপি এড্রেস বের কয়ার জন্য দুইটি উপায় রয়েছে। উপায় দুইটি হলোঃ

  • Internet Search
  • Windows Command Prompt

কিভাবে একটি আইপি অ্যাড্রেস খুজে বের করা যায় এই বিষয়গুলো সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল।

Internet Search এর মাধ্যমে আইপি এড্রেস বের করার নিয়ম

Computer বা Mobile থেকে IP address জানার জন্য যেকোনো একটি ব্রউজার ওপেন করুন। এবার গুগলে গিয়ে whatisIPaddress.com লিখে সার্চ করুন।

আপনাকে একটি ওয়েবসাইটে নিয়ে যাওয়া হবে এবং সেখানে আপনাকে আইপি এড্রেসের সম্পর্কে বিস্তরিত তথ্য দিয়ে দিবে। যেমন-

  • আপনার IP address দেখিয়ে দিবে।
  • IPS – কোন কোম্পনির ইন্টারনেট ব্যবহার করছেন।
  • Region – কোন জায়গায় আপনার ডিভাইসটি রয়েছে।
  • Country – আইপি এড্রেসটি কোন দেশে রয়েছে।

Windows Command Prompt এর মাধ্যমে IP address বের করার নিয়ম

  • Step-1: Windows Command Prompt এর মাধ্যমে আইপি এড্রেস বের করার জন্য কম্পিউটার থেকে windows logo এর সামনে থাকা search box এ CMD টাইপ করে সার্চ করুন।
  • Step-2: এবার আপনি command prompt এ একটি আইকন (icon) দেখতে পাবেন। সেই icon এ গিয়ে mouse এ right click করে run as administrator অপশনে ক্লিক করুন।
  • Step-3: এবার আপনার কম্পিউটারে command prompt চালু হয়ে যাবে এবং কম্পিউটার কীবোর্ড থেকে টাইপ করুন IPconfig এবং Enter চাপুন। তাহালে, কম্পিউটারের IPV4 এবং IPV6 এড্রেস গুলো দেখতে পাবেন।
Starting Only
$0.48/Mon
Up to 75% OFF - Black Friday Hosting Deals!

Related Blog Post

Create, collaborate, and turn your ideas into incredible products with the definitive platform for digital design.

How to create cPanel backup from command line

12 December 2022

How to create cPanel backup from command line

This article explains how you can create cPanel backup from the command line, using your own username and password.

Read More
How to install Webuzo Panel on linux Server

12 December 2022

How to install Webuzo Panel on linux Server

Webuzo is a popular alternative to cPanel, a widely used web hosting control panel developed by cPanel, Inc.

Read More
What are NFT Domains?

02 February 2022

What are NFT Domains?

NFT domains are new web extensions that are deployed using ERC 721 and Polygon Network, except .zil which uses Zilliqa.

Read More
How to Delete a MySQL® Database

01 January 2022

How to Delete a MySQL® Database

This document describes how to manually delete a MySQL® database from a cPanel & WHM server. This is useful if, for exa

Read More
How to get Transfer Authorization Code from GoDaddy

11 November 2021

How to get Transfer Authorization Code from GoDaddy

To transfer your domain with us then must need EPP Code.

Read More

Got a question!

Contact us at