গত পর্বে আমরা WHMCS এর Payment Gateways, Currency কনফিগারেশন সম্পর্কে জেনেছি। আজকে আমি দেখাবো কিভাবে WHMCS এ প্রোডাক্ট/সার্ভিস অ্যাড করবেন এবং কনফিগার করবেন।
আগের পর্বগুলো মিস করেছেন?!
ইন্টারফেস ও পরিচিতি (WHMCS পর্ব-১)
কিভাবে নতুন ক্লায়েন্ট অ্যাড করবেন (WHMCS পর্ব-২)
কিভাবে নতুন অর্ডার অ্যাড করবেন (WHMCS পর্ব-৩)
কিভাবে জেনারেল সেটিংস কনফিগারেশন করবেন (WHMCS পর্ব-৪)
কিভাবে ক্রন জব রান করাবেন এবং অটোমেশন সেটিংস্ কনফিগার করবেন? (WHMCS পর্ব-৫)
কিভাবে নতুন Admin তৈরি করবেন এবং Two-Factor Authentication সেট করবেন (WHMCS পর্ব-৬)
কিভাবে পেমেন্ট গেটওয়ে এবং কারেন্সি অ্যাড করবেন (WMCS পর্ব-৭)
নতুন প্রোডাক্ট/সার্ভিস অ্যাড করার জন্য প্রথমে WHMCS এর Setup মেনুতে গিয়ে Products/Service সেকশন থেকে Products/Service এ ক্লিক করুন।
Products/Service এ ক্লিক করার পর আপনি নিচের মতো একটি পেজ পাবেন, যেখানে আপনার অ্যাড করা সব প্রোডাক্ট/সার্ভিস গুলোর লিস্ট থাকবে।
এখান থেকে আপনি যে কোন নতুন গ্রুপ তৈরি করতে পারবেন, এবং ঐ গ্রুপ এর আন্ডারে প্রোডাক্ট বা প্যাকেজ তৈরি করতে পারবেন।
Create a New Group
নতুন গ্রুপ খোলার জন্য এখানে আপনাকে কিছু জিনিস অ্যাড করতে হবে,
Product Group Name: এখানে আপনার প্রোডাক্ট গ্রুপ এর নাম লিখুন। যেমন, (Shared Hosting, VPS, SSD Hosting, Managed Server).
Product Group Headline: এখানে আপনাকে প্রোডাক্ট গ্রুপ এর হেডলাইন লিখুন (এটি লিখা বাধ্যতামূলক নয়) ।
Product Group Tagline: এখানে আপনাকে প্রোডাক্ট গ্রুপের ট্যাগলাইন লিখতে হবে (এটি লিখা বাধ্যতামূলক নয়) । যেমন, we provide best SSD hosting for our clients.
Available Payment Gateways: এখানে আপনাকে Payment Gateway নির্ধারন করে দিতে হবে। অর্থাৎ অ্যাক্টিভেট করা Payment Gateway গুলোর মধ্যে আপনি ক্লায়েন্টকে যে Gateway গুলো ব্যবহার করার অনুমতি প্রদান করতে চান সেগুলো মার্ক করুন।
Order Form Template: এখানে আপনি চাইলে আলাদা আলাদা অর্ডার টেমপ্লেট নির্ধারন করে দিতে পারেন।
এর পর Save Changes বাটনে ক্লিক করুন।
Create a New Product
এখান থেকে আপনি যে কোন গ্রুপ এর আন্ডারে প্রয়োজন অনুযায়ী নতুন প্রোডাক্ট তৈরি করতে পারবেন। এখান থেকে Product Type এবং Product Group সিলেক্ট করে Product Name লিখে Continue বাটনে ক্লিক করুন। Continue বাটনে ক্লিক করার পর আপনি নিচের মতো একটি পেজ দেখতে পাবেন।
Details
Product Type: এখানে আপনাকে Product Type নির্ধারন করতে হবে। যেমন, (Hosting Account, Reseller Account, Server VPS etc.).
Product Group: এখানে আপনাকে Product Group সিলেক্ট করতে হবে। যেমন, (SSD Hosting, WordPress Hosting, NewsPaper Hosting).
Product Name: প্রোডাক্ট নেম*
Product Description: এখানে আপনাকে প্রোডাক্ট এর ফিচার গুলো লিখতে হবে, আপনি প্রোডাক্ট এর সাথে যা প্রভাইড করছেন। যেমন,
5.5 GB Raid Storage 45 GB Premium Traffic Free SSL Unlimited Free Sub-Domains Unlimited E-mail Accounts cPanel & FTP Softaculous 24/7 Live Support Cloud Linux Powered Free Domain Name .xyz/ .pwd / .top
Description এ লাইন এর এলাইনমেন্ট ঠিক রাখার জন্য HTML </br> Tag ব্যবহার করুন।
Welcome Email: এখানে আপনাকে Email এর গ্রুপ সিলেক্ট করে দিতে হবে, এতে ক্লায়েন্ট এর অর্ডার কমপ্লিট হওয়ার সাথে সাথেই ক্লায়েন্টের নিকট অটোমেটিক একটা Welcome মেইল যাবে। এখানে প্রত্যেকটি আলাদা আলাদা প্রোডাক্ট গ্রুপ এর জন্য আলাদা আলাদা মেইল গ্রুপ সিলেক্ট করে দিতে হবে।
Require Domain: আপনি যদি চান, যে হোস্টিং অর্ডার করার সময় ক্লায়েন্টকে ডোমেইন রেজিস্ট্রেশান পেজ দেখাবে, তাহলে এটি এনাবেল করুন।
Stock Control: আপনি যদি প্রোডাক্ট লিমিট দেখাতে চান, তাহলে এখানে নির্দিষ্ট করে দিন যে আপনার কতটি প্রোডাক্ট স্টকে আছে।
Apply Tax: আপনি যদি এই প্রোডাক্ট এর সাথে Tax অ্যাড করতে চান, তাহলে এটি মার্ক করুন।
Featured: যদি আপনার এই প্রোডাক্টকেই Featured বা popular হিসেবে নির্ধারন করতে চান, তাহলে Featured ফাংশনটি এনাবেল করুন।
প্রোডাক্ট সেভ করার জন্য Save Changes বাটনে ক্লিক করুন।
Pricing
Payment Type: এখানে আপনাকে প্রোডাক্ট এর Payment Type সিলেক্ট করে দিতে হবে, প্রোডাক্টটি যদি আপনি ফ্রী দিতে চান, তাহলে Free সিলেক্ট করুন। যদি এই প্রোডাক্ট এর প্রাইস One Time Pay হয় তাহলে One Time সিলেক্ট করুন। আর যদি আপনার প্রোডাক্ট টির জন্য নির্দিষ্ট সময় পর পর পে করতে হয় তাহলে Recurring সিলেক্ট করুন।
আপনার Payment Section এ যে কারেন্সিগুলো অ্যাক্টিভেট করা আছে সেগুলো এখানে দেখাবে, আমি এখানে আমার প্রোডাক্টটির জন্য পেমেন্ট Annually করে রেখেছি, অর্থাৎ ক্লায়েন্ট প্রতিবছর এই প্রোডাক্ট এর জন্য পে করতে হবে। এছাড়াও এখানে আপনাকে কারেন্সি অনুযায়ী প্রাইস উল্লেখ করে দিতে হবে।
Allow Multiple Quantities: আপনি যদি চান যে, ক্লায়েন্ট এই প্রোডাক্টটি এক এর অধিক অর্ডার করতে পারবে তাহলে এই অপশনটি এনাবেল করে রাখুন।
Module Settings
Module Name: এখানে আপনাকে মডিউল এবং সার্ভার গ্রুপ নির্ধারন করে দিতে হবে।
WHM Package Name: এখানে আপনাকে WHM এর প্যাকেজ সিলেক্ট করতে হবে, এর পর নিচের ৪ টি অপশন থেকে ২য় অপশনটি নির্বাচন করুন (Automatically setup the product as soon as the first payment is received).
Upgrades
আপনি কোন প্যাকেজ যদি আপগ্রেড বা ডাউনগ্রেড করে তাহলে এখানে আপনাকে সেটা সিলেক্ট করে দিতে হবে, এবং আপনি আপগ্রেড বা ডাউনগ্রেড অপশন চালু রাখতে চাইলে Configuration Options এনাবেল করে রাখুন।
Free Domain
আপনি যদি কখনো কোন তৈরি করেন (2GB Hosting এর সাথে .com Domain ফ্রী) তাহলে আপনাকে এখান থেকে ডোমেইন কনফিগার করে নিতে হবে।
আপনার প্রোডাক্ট এর সাথে যদি কোন ডোমেইন ফ্রী দিতে না চান তাহলে None সিলেক্ট করুন। এছাড়াও ২ টি অপশন রয়েছে,
- আপনি ক্লায়েন্টকে হোস্টিং এর সাথে ডোমেইন ফ্রী প্রভাইড করবেন, কিন্তু রিনিউ করার সময় ডোমেইন এর জন্য আলাদা ডোমেইন চার্জ পে করতে হবে। (Offer a free domain registration/transfer only (renew as normal))
- আপনি ক্লায়েন্টকে হোস্টিং এর সাথে ডোমেইন ফ্রী প্রভাইড করবেন, কিন্তু রিনিউ বা ট্র্যান্সফার এর জন্য কোন আলাদা কস্ট লাগবে না। (Offer a free domain registration/transfer and free renewal (if product is renewed)
Free Domain Payment Terms: এখানে আপনাকে ডোমেইন Billing Cycle ঠিক করে দিতে হবে।
Free Domain TLD’s: এখানে ডোমেইন সিলেক্ট করুন যে ডোমেইনটি/ডোমেইনগুলো আপনি ফ্রী দিতে চান। একাধিক ডোমেইন সিলেক্ট করার জন্য CTRL চেপে ডোমেইন নেম এর উপর ক্লিক করুন।
Other
এখানে আপনাকে প্রোডাক্ট বা সার্ভিস কনফিগার করার জন্য কিছু অতিরিক্ত কিছু ফাংশন দেওয়া হয়েছে, আপনি চাইলে আপনার প্রয়োজন মতো এইগুলো কাস্টমাইজ করে নিতে পারেন।
Custom Affiliate Payout: এখানে আপনাকে Affiliate Payout Type নির্ধারন করে দিতে হবে। আপনি কি Affiliate এর জন্য ফিক্সড কোন অ্যামাউন্ট পেমেন্ট করবেন নাকি প্রোডাক্ট থেকে নির্দিষ্ট পার্সেন্টেজ পে করবেন তা এখানে সিলেক্ট করতে হবে।
Affiliate Pay Amount: এখানে আপনি যদি Affiliate এর পেমেন্ট ফিক্সড করে দেন তাহলে আপনাকে উল্লেখ টাকার পরিমান উল্লেখে করে দিতে হবে। আর যদি পার্সেন্টেজ হয় তাহলে কত পার্সেন্ট তা নির্ধারন করে দিতে হবে।
Associated Downloads: এখানে আপনি যদি চান, তাহলে ক্লায়েন্ট এর জন্য কিছু ফাইল আপলোড করে রাখতে পারেন। যেমন, ইবুক, নলেজবেজ PDF ফাইল ইত্যাদি। এখানে চাইলে ক্লায়েন্ট এর জন্য নির্দিষ্ট প্রোডাক্ট এর উপর ভিত্তি করে দিক-নির্দেশনা ফাইল টেক্সট আকারে আপলোড করে রাখতে পারেন।
Soft Limits: এখানে আপনি চাইলে পুরো প্রোডাক্ট এর ডিস্ক স্পেস এবং ব্যান্ডউইথ লিমিট করে রাখতে পারেন।
Links
এখানে আপনার প্রোডাক্ট বা সার্ভিস এর কার্ট লিঙ্ক দেওয়া থাকবে। আপনি চাইলে সাইট এ ভিজিট না করে এখান থেকে লিঙ্ক শেয়ার করতে পারবেন।
আজকের পর্বে এই পর্যন্তই। কোথাও বুঝতে সমস্যা হলে কমেন্ট করুন এবং WHMCS এর গুরত্বপূর্ণ পার্টগুলো জানতে টস বাংলা ব্লগের সাথেই থাকুন।