12 December 2025
AMP গুগলের আবিস্কৃত মোবাইল ব্রাউজিং এর জন্য সবথেকে দ্রুততম প্রযুক্তি। মূলত AMP বলতে বুঝায় “Accelerated Mobile Pages”. AMP মোবাইল ব্রাউজিং এ দ্রুততমভাবে ওয়েব পেজ বিশেষভাবে প্রদর্শনে ব্যবহৃত হয়। অর্থাৎ আপনি যদি আপনার ওয়েব পেজকে আরও দ্রুত এবং সহজভাবে মোবাইল দেখাতে চান তাহলে মূলত এই AMP প্রযুক্তি ব্যবহৃত হয়।
গুগলের ভাষায়, “এটি মোবাইল ওয়েবের পারফর্মেন্স নাটকীয়ভাবে বৃদ্ধি করে দেয়”। গুগলের এরকম বলার পিছনে সবথেকে বড় কারণ – আমরা যেহেতু মোবাইল ব্যবহারে বেশি অভ্যস্থ হয়ে যাচ্ছি সেহেতু মোবাইলে বড় বড় ওয়েব পেজ যদি খুব দ্রুত লোড হয় এবং ইউজার ইন্টারফেজ ভালো দিতে পারে তাহলে মানুষ স্মার্টফোনের এই যুগে খুব বেশি মোবাইল ব্রাউজিং এ অভ্যস্থ হয়ে যাবে।
৫০%+ ওয়েব ভিজিটর যেহেতু এখন মোবাইল ভিত্তিক সেহেতু এদেরকে নিয়ে নতুন করে ভাবার সময় এসেছে। আর সেই ধারাবাহিকতায় গুগলের সেরা আবিস্কার AMP প্রযুক্তি।
আপনি কি সম্প্রতি ফেসবুকে ‘ফেসবুক ইনস্টান্ট আর্টিকেল’ বা অ্যাপেলের ‘অ্যাপেল নিউজ’ সেবাটি দেখছেন। যেখানে দেখবেন কোন নির্দিষ্ট ওয়েবপেজের রিসোর্স শেয়ার থাকলেও সেটা ফেসবুক বা অ্যাপেলেই প্রদর্শিত হচ্ছে। ফলে অন্য ওয়েব সাইট লোড হওয়ার প্রয়োজন পড়ছে না। গুগলের AMP সেবাটিও অনেকটা এরকমি। কিন্তু যারা ফেসবুক বা অ্যাপেলের এই সেবাটি ব্যবহার করতে চান তাদেরকে ফেসবুক বা অ্যাপেলের সাথে ডেডিকেটেড পার্টনারশিপে কাজ করতে হয়। অন্যদিকে গুগল এটি সবার জন্য ফ্রি করে দিয়েছে। অর্থাৎ আপনি আনলিমিটেড ওয়েব সাইট বা পেজের জন্য এই এএমপি ব্যবহার করতে পারবেন। ওপেন সোর্স প্রযুক্তি হিসাবে খুব সহজেই এটি ওয়েব মাস্টারদের নজরে চলে আসে। তাছাড়া গুগল AMP সুবিধা সম্পন্ন ওয়েব সাইটকে সার্চ রেজাল্টে বেশি গুরত্ব দিচ্ছেন। সেহেতু ওয়েব সাইটের পারফর্মের কথা চিন্তা করলেও আমাদের সেদিকে বেশি ঝুকতে হচ্ছে।
AMP তিনটি ভিন্ন অংশ নিয়ে এক সঙ্গে কাজ করেঃ AMP HTML, AMP JS, AMP web Cache.
মূলত AMP পূরা ওয়েবসাইটের একটি AMP HTML ভার্সন করে ফেলে। সাধারণত এটি ওয়েবসাইটের ধীরে লোড হওয়া অংশগুলা যেমন জাভাস্ক্রিপ্ট বা অন্য যেকোন থার্ড পার্টি স্ক্রিপ্ট কে দ্রুত লোড করানোর জন্য বুস্ট দেয়। AMP হীন ওয়েব সাইট গুলার তুলনায় ১৫-৮৫% দ্রুত AMP যুক্ত পেজ লোড হতে পারে ।
মূলত AMP ওয়েব পেজের একটি আলাদা মোবাইল ভার্সন তৈরি করে যেটা শুধু মাত্র মোবাইল ইউজারদের জন্য কাজ করে। AMP জাভাস্ক্রিপ্ট এবং অন্য ভারী উপাদানগুলোর পেজ সাইজকে কমায়ে দ্রুততম AMP মোবাইল ভার্সন তৈরি করে। সেহেতু মোবাইল ব্যবহারকারীরা খুব দ্রুত ওয়েব পেজ লোড করতে পারে। ফলে এটা মোবাইলের ডাটা খরচ কমিয়ে দেয় এবং সেই সাথে খুব দ্রুত প্রয়োজনীয় তথ্য বা কাজ মেটানো যায়। সেহেতু মোবাইল ইউজারদের জন্য এটি খুব ভালো ব্রান্ডিং পলিসি হিসাবে কাজ করবে।
তথ্য-প্রযুক্তি বিশেষঙ্কদের মতে AMP মোবাইল ইউজারদের গুগল সার্চে প্রথম দিকে দেখাবে। ফলে সেটা সকল ব্যবহারকারীদের জন্য আপনার ওয়েবসাইট গুগলের প্রথম দিকে দেখাবে।
চলুন দেখি বিশেষজ্ঞদের মতে কী কী সুবিধা আপনি পেতে পারেন AMP ইমপ্লিমেনট থেকে-
১. আমরা সবাই একটা জিনিস জানি, ওয়েব সাইটের লোডিং টাইম গুগল SERPS এ খুব কার্যকরী। গবেষণায় দেখা যায় মোবাইল ব্যবহারকারীরা ৬ সেকেন্ডের বেশি লোডিং টাইম থাকলে সেটা না ভিজিট করেই চলে আসে। আপনার ওয়েব পেজ যত দ্রুত লোড হবে ততই আপনার ওয়েব সাইট গুগল সার্সে র্যাঙ্ক করবে ভালো। সেহেতু আপনার ওয়েব সাইট অটোমেটিক্যালি বেশি ভিজিটর পাবে।
২. অন্যদিকে গুগলের ভবিষৎ আপডেট সবসময় মোবাইল ওয়েব পেজকে বেশি গুরুত্ব দিবে। দিন দিন যেহেতু আমরা বেশি মোবাইল ব্যবহারে অভ্যস্থ হয়ে যাচ্ছি। সেহেতু ওয়েব সাইট ওনার হিসাবে আমাদের সেদিকে গুরুত্ব দেওয়া উচিত। যেটা AMP আপনাকে কাজটা সহজ করে দিবে।
৩. বলার অপেক্ষা রাখে না- বাউন্স রেট যত কম তত আপনার ওয়েব সাইটের জন্য ভালো। গুগল সাইটে যত কম বাউন্স রেট পায় তত পেজটাকে ইনফরমেটিভ মনে করে। AMP আপনার ওয়েব সাইটের বাউন্স রেট কমাতে খুব সাহাজ্য করে। ফলশ্রুত আপনার সাইট গুগলসহ অন্যান্য সার্চ ইন্জিনে দ্রুত র্যাঙ্ক করবে।
৪. Google News Carousel এ AMP এনাবেল সাইটকে নিউজ হিসাবে দেখায়। সেহেতু পাঠকের অধিক আকর্ষন পেতে এটা নিঃসন্দেহে ভাল কাজ করবে।
গুগল যেহেতু এত কিছু সুবিধা দিচ্ছে AMP এনাবেল ওয়েব সাইটের জন্য, সেহেতু আপনিও নিশ্চয় AMP ব্যবহারের নিয়মাবলী জানতে আগ্রহী? AMP ইনস্টল করে আপনি আপনার ওয়েব সাইট ভিজিটরদেরকে ইনস্টান্ট একসেস দিতে পারছেন। ইনস্টান্ট একসেস আপনার ওয়েব সাইট দ্রুত পাঠক প্রিয়তা পেতে সহযোগিতা করে।
AMP মূলত আপনার ওয়েব সাইটের সকল পেজ এবং পোস্টের দুইটা ভিন্ন ভার্সন তৈরি করে। একটি মোবাইল ভার্সন যেটা AMP এনাবেল। অন্যটি ডেস্কটপ ইউজারদের জন্য। যদিও এটা নিয়ে আপনার টেনশন করার কিছুই নাই যেহেতু এটি গুগলের আবিস্কৃত এবং গুগল স্বীকৃত পদ্ধতি।
কিভাবে AMP ওয়ার্ডপ্রেস সাইটে এড করবেন টিউটোরিয়াল দেখুন এখানে
আমার প্রশ্ন AMP যেহেতু গুগল র্যাঙ্কিংসহ অন্যান্য আরও বিষয়ে ভালো ফল দিচ্ছে সেহেতু আপনিও সেই সুযোগগুলো নিবেন না কেন? যেহেতু বর্তমানে মোবাইল ব্যবহারকারী খুব বেশি। সেহেতু আপনার ওয়েব সাইটের দ্রুত লোডিং আপনার ব্র্যান্ড ভ্যেলুকে কয়েক গুণ বাড়িয়ে দিবে। তাছাড়া AMP ইনস্টল করাও খুব সহজ কাজ। মাত্র ৫ মিনিটে আপনি টোটাল কাস্টমাইজেশন শেষ করতে পারেন। সেহেতু আমার পরামর্শ থাকবে, সুযোগ থাকলে খুব দ্রুত আপনি চলে আসুন AMP মোবাইল প্রযুক্তির দুনিয়ায়।
অবশেষে বলবো SEO এর জন্য AMP খুবই ভালো সেহেতু আপনার পাঠক প্রিয়তা ধরে রাখতে নতুন প্রযুক্তিতে আপনাকে ঝুঁকতেই হবে। SEO এক্সপার্টদের পরামর্শ নতুন টেকনিক্যাল প্রযুক্তির সাথে যুক্ত আপনার সাইটকে কাছে বেশি বিশ্বস্ততা আনবে। তাই আমার প্রশ্ন এখনও কি মাথায় AMP ছাড়া অন্য কোন কথা চিন্তা করতে পারছেন?
যদি AMP নিয়ে আরও কিছু জানার থাকে তাহলে কমেন্ট করুন। আর পোস্টটা তথ্যবহুল এবং উপকরী মনে হলে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।
Create, collaborate, and turn your ideas into incredible products with the definitive platform for digital design.
12 December 2025
Boost your 2026 rankings with our ultimate SEO guide. Learn how to optimize for AI agents using NVMe SSDs, LiteSpeed Cac
05 May 2025
For website success you need a good hosting company who give you proper service. Toshost ensure your every needs fulfil.
Contact us at