কিভাবে ওয়ার্ডপ্রেসে ব্লগে AMP ইনস্টল করবেন

WordPress সব থেকে জনপ্রিয় ব্লগিং প্লাটফর্ম।  বর্তমানে অধিকাংশ ব্লগ বা ওয়েবসাইট তৈরি হয় ওয়ার্ডপ্রেস দিয়ে। TOSHOST এর ওয়েব হোষ্টিং সার্ভিসে আপনি পাবেব SSD ডিস্ক যা সচারাচর সকল ডিস্ক থেকে কয়েক গুন ফাষ্টার যাতে করে আপনার ওয়েব সাইট লোড হবে আরও দ্রুত। এছাড়া লাইটস্পিড টেকনোলজী ৯ গুন ফাষ্ট হয়। তাই TOSHOST এর ওয়েব হোস্টিং ব্যবহার করতে পারেন নির্ভয়ে আপনার ওয়ার্ডপ্রেস সাইটে। চলুন দেখে নেয়া যাকে টিউটোরিয়ালটি। 

AMP ওভারভিউ  দেখুন 

আপনি কীভাবে ওয়ার্ডপ্রেসে ব্লগে AMP ইনস্টল করবেনঃ

ওয়ার্ডপ্রেসে AMP ইনস্টল করা বেশ সহজ একটি ব্যাপার। ওয়ার্ডপ্রেসের একটি ছোট প্ল্যাগিন আছে পূরা কাজটি কমপ্লিট করার জন্য। যেটা আপনার পছন্দ মতো আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন। আপনি  পূরা পক্রিয়াটা নিচের স্টেপ অনুসারে করতে পারবেন-

১. প্রথমে আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে AMP প্ল্যাগিনটি ডাউনলোড এবং ইনস্টল করতে হবে। (https://wordpress.org/plugins/amp/ )

২. General সেটিং থেকে আপনি আপনার ওয়েব সাইটের লোগো আপলোড করতে পারবেন। আমি আগের পোষ্টে  বলেছি AMP আপনার সকল ওয়েব পেজ এবং পোস্টের ডুপ্লিকেট কপি তৈরি করে। কিন্তু সেটা আপনাকে ম্যানুয়ালি ঠিক করে দিতে হয়। আপনি মোবাইল পেজের ব্যাকগ্রাউন্ড কালার ইচ্ছামতো পছন্দ করতে পারবেন। মোবাইল পেজের জন্য আলাদা ফুটার ক্রেডিট যুক্ত করতে পারবেন। ইউজার লুকিং এর জন্য সকল বিষয় আপনি এখান থেকে ঠিক করে দিতে পারবেন।

৩. Notification মেনু থেকে আপনি কি কি ধরনের নোটিফিকেশন পেতে চান সেটা ঠিক করে দিতে পারবেন।

৪. Advertisement মেনু থেকে আপনি গুগল অ্যাডসেন্স কোড অথবা অন্য অ্যাড নেটওয়ার্কের অ্যাড কোড বসাতে পারবেন।

৫. Single মেনু থেকে আপনি ফিচারড্‌ ইমেজ বা মেটা ট্যাগ, স্যোশাল আইকন অথবা শেয়ার বাটন যুক্ত করতে পারবেন। আপনি আপনার ইচ্ছামতো অপশন এখানে অ্যাড করে নিতে পারবেন অথবা না চাইলেও ওভাবেই রেখে দিতে পারেন।

৬. Structure Data ট্যাব থেকে আপনি কাস্টম ওয়াডথ্‌ এবং হাইট ঠিক করে দিতে পারবেন।

৭. CSS Editor মেনু থেকে আপনি কোন কাস্টম সিএসএস কোড বসাতে চাইলে সেটা করতে পারবেন। সেহেতু পছন্দমতো ডিজাইন করার সুযোগও থাকছে আপনার  এই অপশন থেকে।

৮. মেনু অপশন থেকে আপনি কী কী মেনু AMP পেজে দেখাতে চান সেটা নির্দিষ্ট করে দিতে পারবেন। নতুন মেনও ক্রিয়েট করতে পারবেন।

৯. আপনি চাইলে আপনি আপনার ওয়েব সাইটকে লাইভ কাস্টমাইজ করতে পারবেন (Appearance>AMP) এই অপশন থেকে।সেহেতু লাইফ প্রিভিই এর মাধ্যমে আপনি দেখে দেখে কি চেন্জ চান তা করতে পারবেন।

আশা করি আপনারা এই টিউটোরিয়াল বাংলা পোষ্টটি বুঝতে পেরেছেন। কোন কিছু বুঝতে না পারলে কমেন্ট করুন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *