Remote Access কি? রিমোট এক্সেস কিভাবে কাজ করে ও এর সুবিধা

Remote Access হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে দূর থেকে একটি কম্পিউটার থেকে অন্য কম্পিউটার এর মধ্যে সংযোগ স্থাপন করা হয় এবং ফাইল বা এপ্লিকেশন এক্সেস করা হয়। রিমোট এক্সেস ব্যবহার করে অনেক দূরে থেকে  প্রয়োজনীয় সিস্টেমে সংযোগ করা যায়। মনে করুন, আপনি এয়ারপোর্টে আটকে গেছেন কিন্তু আপনার কম্পিউটারের কিছু ফাইল আপনার এখন প্রয়োজন পড়েছে। তখন আপনি কি করবেন? আপনি ফাইল বা এপ্লিকেশন এক্সেস করতে পারবেন আপনার মোবাইল থেকেই ! শুধুমাত্র দুইটি ডিভাইসের মধ্যে ইন্টারনেট  কানেকশন ও টিম ভিওয়ার এপস ইনস্টল করা থাকলেই হচ্ছে । তাছাড়া কম্পিউটার ল্যাব সহ সাইবার ক্যাফে বিভিন্ন ট্রেনিং সেন্টারে শিক্ষার্থীদের উপর নজরদারি রাখার সুবিধার্থে রিমোট এক্সেস ব্যবহার করে নেটওয়ার্কে একাধিক কম্পিউটারে একই সাথে যুক্ত হতে পারছেন সহজেই ।

Remote Access

রিমোট এক্সেস শুধুমাত্র এক্সেস করতেই সহায়তা করছে না বরং এর সাহায্যে প্রযুক্তিগত বিভিন্ন প্রতিবন্ধকতা দূর করছে। তাছাড়া বিভিন্ন অফিসে কর্মীদের ভালো সহযোগিতার পরিবেশ সৃষ্টি করে দিয়ে চলেছে। কিন্তু এই প্রযুক্তিগত সমস্যা বা ফাইল এক্সেস করতে গেলে বিভিন্ন হ্যাকারের হাতে পড়ারও সম্ভবনা থেকে যায়। এইখেত্রে প্রতিষ্ঠানের নিজস্ব ইন্টারনেট প্রোটকল ব্যাবহার করা হয় যা যথেষ্ট নিরাপদ –
Remote-Access
রিমোট এক্সেস কত ধরনের হতে পারে? ব্রডব্যান্ড দূরবর্তী ইউজারদের  ইন্টারনেটে উচ্চ-গতি সরবরাহ  করে। নিম্নলিখিত  ব্রডব্যান্ড বিভিন্ন ধরণের হতে পারেঃ
  • কেবল ব্রডব্যান্ডঃ ব্যান্ডউইথ শেয়ার করে এবং ফলস্বরূপ, অনেক গ্রাহক সহ অঞ্চলগুলিতে উচ্চ-ব্যবহারের সময়  ডেটা হারগুলি ধীর হতে থাকে।
  • ডিএসএল ব্রডব্যান্ডঃ ডিজিটাল সাবস্ক্রাইবার লাইনই হলো ডিএসএল। এই মডেম প্রযুক্তি ব্যবহার করে একটি টেলিফোন নেটওয়ার্কের মাধ্যমে উচ্চ-গতির নেটওয়ার্কিং সরবরাহ করে। তবে, ডিএসএল কেবলমাত্র একটি সীমিত শারীরিক দূরত্বের উপর কাজ করে।
  • সেলুলার ইন্টারনেটঃ যে কোনও জায়গা থেকে একটি ওয়্যারলেস সংযোগের মাধ্যমে মোবাইল ডিভাইসগুলি অ্যাক্সেস করা যেতে পারে।

➤ আরও জানুনঃ ক্র্যাক উইন্ডোজ এবং অরিজিনাল উইন্ডোজ এর মধ্যে পার্থক্য

রিমোট এক্সেস সফটওয়্যার

রিমোট এক্সেস (Remote Access) করার প্রধান শর্তই হলো দুইটি ডিভাইসেই ইন্টারনেট কানেকশন থাকা। তাছাড়া সচরাচর ব্যবহার উপযোগী সফটওয়্যার হিসেবে Team viewer বেশি জনপ্রিয় সফটওয়্যার। অনায়সে আপনারা পিসিতে অথবা ফোনে এই সফটওয়্যারটি ডাউনলোড করতে পারবেন খুব সহজেই। কিভাবে ডাউনলোড করবেন? প্রসেস তাহলে বলে দিচ্ছি, প্রথমে আপনারা গুগলে চলে যাবেন সেখানে সার্চ অপশনে টিম ভিওয়ার লিখে অনুসন্ধান করলেই দেখতে পারবেন । লিংক অপেন করলে নিচে ডাউনলোডের অপশন খুঁজে পাবেন। অন্যান্য সাধারণ এপপস এর মতোই ডাউনলোড করে সেট আপ দিলেই হয়ে যাচ্ছে কিন্তু অবশ্যই ইন্টারনেট কানেকশন থাকা অত্যাবশক।

রিমোট ডেস্কটপ কানেকশন

এটি উইনডোজ এর একটি ডিফল্ট এপ্লিকেশন। যেমনঃ কম্পিউটারের প্রোপার্টিজ থেকে রিমোট সেটিংসে প্রবেশ করলে সেখানে দুটি অপশন অন করে দিতে হবে। তবে হ্যা রিমোট পিসিতেও আপনার সেম কাজটি করতে হবে নাহলে আপনি এক্সেস করতে পারবেন না। রিমোট এক্সেস করার আগে আপনাকে কানেক্টিভিটি চেক করতে হবে।ওপেন শেয়ার সেটিংসে যেয়ে কানেক্টিভিটি টার্ন অন করবেন, যদি টার্ন অফ করা থাকে এটি খুবই জরুরি বিষয়। অনেক সময় এন্টিভাইরাসের কারনে বিভিন্ন ফায়ারওল্যাস বা সাইটে লগ ইন করতে সমস্যা হতে পারে তাই যখন আপনি দেখবেন কানেক্টিভিটি শো করছে তখন এন্টিভাইরাস সফটওয়্যার ডিসেবল করে রাখতে পারেন। আপনার নিজের ডিভাইস পাশাপাশি রিমোট ডেস্কটপে ইউজার নেম ও পাসওয়ার্ড এড করবেন যার ফলে  বাড়তি একটা সুরক্ষা নিশ্চিত করা হবে।

রিমোট এক্সেসের ব্যবহার

  • রিমোট ডেস্কটপগুলি অ্যাপ্লিকেশন সফ্টওয়্যার ব্যবহার করে থাকলে কখনও কখনও রিমোট হোস্টের অপারেটিং সিস্টেমে অন্তর্ভুক্ত  অ্যাপ্লিকেশনগুলিকে একটি নেটওয়ার্ক সার্ভারে দূরবর্তীভাবে চালাতে সক্ষম করে তুলে।
  • ব্যবাসায়ের উন্নতি ও প্রযুক্তিগত উদ্ভাবনে রিমোট এক্সেস ব্যবহার করা হয়।
পরিশেষে বলা যায়, রিমোট এক্সেস চমৎকার একটি ফিচার যার মাধ্যমে আপনি রিমোট এমপ্লয়ীদের সাথে সুস্ঠ যোগাযোগ স্থাপন, সকল কাজের লগ রাখার মত কাজ গুলো সহজেই করতে পারবেন এছাড়াও এই পদ্ধতিতে কাজের গতি বাড়ে এবং সময়ও কম লাগে। ধন্যবাদ, আজ এই পর্যন্তই । কোন প্রশ্ন থাকে কমেন্টে এ জানাতে ভুলবেন না ।
Starting Only
$0.48/Mon

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *