কিভাবে-লিনাক্স-সার্ভারে-cpanel-ইন্সটল-করবেন

বর্তমান যুগ তথ্য প্রযুক্তির যুগ। আর তথ্য প্রযুক্তি ও দিন দিন সব কিছুকে সহজ থেকে সহজতর করে তুলছে, আর তাই প্রতিনিয়ত মানুষ ও প্রযুক্তি নির্ভর হয়ে উঠছে। যে কোন ব্যবসা শুরু করতে হলে ও মানুষ চায় সেটি যেন অনলাইন/ইন্টারনেট ভিত্তিক হয়। আর ইন্টারনেট এর মাধ্যমে কোন কিছু করতে হলে অবশ্যই একটি ওয়েবসাইট প্রয়োজন। যেখানে আপনি আপনার ব্যবসা সংক্রান্ত সব তথ্যাবলি জমা রাখতে পারবেন। যে কোন সময় যে কোন তথ্য প্রয়োজন হলে অতি অল্প সময়ে আপনার ওয়েবসাইট থেকে প্রয়োজনীয় তথ্য বের করতে পারবেন। আর এই কারনেই ওয়েবসাইট কোম্পানি গুলো প্রতিনিয়ত তাদের সিস্টেমকে সহজ ও নির্ভরযোগ্য করে তুলছে। cPanel নামক সাম্প্রতিক একটি সিস্টেম ওয়েবসাইট ব্যবহারকারীদের জন্য অনেক সুবিধা নিয়ে এসেছে।

cPanel কি? কিভাবে (Linux Server) লিনাক্স সার্ভারে cPanel ইন্সটল করবেন?

cPanel হচ্ছে খুব জনপ্রিয় ওয়েব ভিত্তিক কন্ট্রোল প্যানেল। cPanel থেকে একটি ওয়েবসাইটকে সম্পুর্নভাবে নিয়ন্ত্রন করা যায়। cPanel বা কন্ট্রোল প্যানেল হচ্ছে ওয়েব হোস্টিং পরিচালনা করার জন্য বহুল ব্যবহৃত একটি সিস্টেম। সরাসরি টেক্সট কমান্ড না দিয়ে ও সি প্যানেলের মাধ্যমে অনেক কাজ সম্পন্ন করা যায়। (Linux Server) লিনাক্স সহ Apache, PHP, MySQL, Perl ইত্যাদি নানান ধরনের সার্ভিসের সাথে যুক্ত হয়ে cPanel অনেক ধারুন এবং সহজ একটি ওয়েব সফটওয়্যার।

সি প্যানেলের কিছু বৈশিষ্ট্যঃ

  • ইমেইল সিস্টেম- অনলাইন ওয়েবমেইল এর মাধ্যমে একাধিক ইমেইল সেটআপ করা যায়, এছাড়া ও ব্লকিং ও স্প্যামিং সিস্টেম ব্যবহারের সুবিধা পাওয়া যায়।
  • নিরাপত্তা- দক্ষ সিস্টেম ব্যবহার করার কারনে ওয়েব হামলা থেকে সুরক্ষা দেয়, এছাড়া ও থার্ড পার্টি নিরাপত্তা ও প্রয়োজনীয় অ্যাড-অনগুলি ইন্সটল করা যায়।
  • ফাইল ম্যানেজমেন্ট- সহজ সংগঠন এবং সক্রিয় ব্যবস্থা করার জন্য ফাইল, ফোল্ডার, ডাইরেক্টরীগুলোকে ভিজ্যুয়াল গ্রাফিক্স ব্যবহারের অনুমতি দেয়।
  • ডোমেইন ম্যানেজমেন্ট- খুব সহজেই গ্রাহকদের জন্য হোস্টিং অ্যাকাউন্ট তৈরি করা যায়।

উপরে উল্লিখিত বৈশিষ্ট্যগুলি ছাড়াও cPanel/WHM (web host manager) এ নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলি রয়েছে।

  • একটি সার্ভার ও গ্রাহকের ওয়েবসাইট পরিচালনা করার জন্য বহুভাষী GUI Interface রয়েছে।
  • সার্ভার এবং ক্লায়েন্ট ওয়েবসাইট উভয়ের জন্য DNS Support রয়েছে।
  • Authentication এবং encryption এর জন্য ইমেইল ব্যবস্থাপনায় DKIM (Domain Keys Identified Mail) ব্যবহার করা হয়।
  • বিভিন্ন সার্ভারের মধ্যে ক্লায়েন্ট অ্যাকাউন্ট এর সহজ ব্যাকআপ ও মাইগ্রেশন পদ্বতি রয়েছে।

এবার দেখাবো কিভাবে cPanel ইন্সটল করবেন?

cPanel Static IP Address দিয়ে কাজ করে, এটি Dynamic IP দিয়ে কাজ করতে পারেনা।

আর এটি ইন্সটল করার জন্য হোস্ট কম্পিউটার এর কমপক্ষে ১-২ জিবি র‍্যাম থাকা প্রয়োজন।

এছাড়া ও একটি SSH (Secure Shell) থাকতে হবে, যেমনঃ Putty.

cPanel একবার ইন্সটল করা হয়ে গেলে এটি আনইন্সটল করার কোন অপশন থাকেনা। যদি আপনি আনইন্সটল করতে চান তাহলে পুরো সিস্টেমটিকে আবার পুনরায় সেটআপ দিতে হবে। এটি একটি বাণিজ্যিক সফটওয়্যার, তাই এটি ব্যবহার করার জন্য লাইসেন্স গ্রহন করতে হয়। যাইহোক এটি প্রথমবার ইন্সটল করার সময় ১৫ দিনের জন্য ফ্রী/পরীক্ষামূলক হিসেবে ব্যবহার করা যায়।

এখন আমি দেখাবো কিভাবে আপনি লিনাক্স সার্ভারে cPanel ইন্সটল করবেন।

প্রথমে Putty ওপেন করুন, এখানে আপনার Hostname অথবা IP Address ও Port দিয়ে SSH (Secure Shell) এর সাথে কানেক্ট করুন।

cPanel

এরপর Security Alert এ Yes ক্লিক করুন।

cPanel

এবার আপনি User Name: root এবং Service Provider আপনাকে যে Password দিয়েছে সেটি লিখুন। User Name: root এবং Password সঠিক হলে আপনি Root Server এ প্রবেশ করতে পারবেন।

cPanel

এবার আপনাকে Home Directory তে যেতে হবে cd/home এই কমান্ডটি ব্যবহার করে।

cpanel

এবার cPanel কমান্ড শুরু করুন।

কিছুক্ষণ অপেক্ষা করুন।

7 putty

কিভাবে WHM (Web Host Manger) Configure করবেন?

cPanel ইন্সটল করা হয়ে গেলে আপনি:2086 Port ব্যবহার করে WHM এ প্রবেশ করতে পারবেন। বুজতে সমস্যা হলে নিচের স্ক্রিনশটগুলো দেখুন।

whm

Agree And Go to Step 2 বাটন এ ক্লিক করুন।

এখানে প্রয়োজনীয় তথ্যগুলো লিখে ফর্ম পুরন করুন। Save & go to Step 3 বাটন এ ক্লিক করুন।

এর পর আপনার IP Address দিয়ে আপনাকে Step 4 এ যেতে হবে।

এই ধাপে আপনাকে আপনার Name Server সেটআপ করতে হবে।

cpanel 4
cPanel 5

Save & Go to Step 5 বাটন এ ক্লিক করুন।

এটাই শেষ ধাপ আপনার কাজটি শেষ করার জন্য।

whm 6

cPanel ইন্সটল হয়ে গেছে।

সর্বশেষ বলা যায় যে cPanel একটি জনপ্রিয় কন্ট্রোল প্যানেল, যা একটি ওয়েবসাইট এবং ওয়েবসাইট এর সাথে জড়িত সকল ব্যবহারকারীদের সুবিধা প্রধান করে। যদি ও সি প্যানেলে নির্দিষ্ট কিছু জিনিস থাকা বাধ্যতামূলক এবং ইন্সটল করার পর আনইন্সটল করার জন্য নির্দিষ্ট কোন পদ্বতি নেই, কিন্তু সমস্যার তুলনায় এটি অধিক সুবিধাজনক। সিপ্যানেল সহ ম্যানেজড ভার্চুয়াল সার্ভার কিনতে আমাদের প্যাকেজ গুলো দেখতে পারেন। আমার সম্পূর্ন ম্যানেজড ভিপিএস ও ডেডিকেটেড সার্ভার প্রোভাইড করে থাকি। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *