Cloud Hosting কি? Cloud Hosting কেন ব্যবহার করবেন?

বর্তমানে web hosting এর ক্ষেত্রে SSD Hosting এর পাশাপাশি cloud hosting ও খুব জনপ্রিয় হয়ে উঠেছে। আগে হোস্টিং ব্যবহারকারীরা নরমাল hard disk এর Web Hosting ব্যবহার করে ওয়েবসাইট তৈরী বা পরিচালনা করত। তবে বর্তমানে নরমাল hosting এর ব্যবহার দিন দিন কমে যাচ্ছে, কারন আমরা এখন অনেকেই SSD hosting ব্যবহার করি, আর এর কারন হল SSD hosting নরমাল hard disk থেকে অনেক ভালো সার্ভিস দিয়ে থাকে। SSD hosting এখন দ্রুত জায়গা দখল করছে , কারন আমরা সবাই আমাদের ওয়েবসাইটকে দ্রুতগতির করতে চাই, এতে site visitor রা সহজেই আমাদের site visit করতে পারে ।

আর নরমাল hosting থেকে  SSD hosting ২০ গুন দ্রুততর হয়, এতে বুঝতেই পারেছেন নরমাল হোস্টিং থেকে  SSD hosting এর গতি কতটা দ্রুততর । তবে বর্তমানে আপনি যদি বাইরের দেশের hosting কোম্পানী গুলো দেখেন, তারা নরমাল hard disk থেকে সরে এসে SSD hosting বা Cloud hosting বাজারজাত করছে। বর্তমানে আপনার সাইটকে দ্রুততর রাখার জন্য SSD hosting এর বিকল্প নাই।

➤ আরও জানুনঃ কিভাবে ওয়েব সার্ভার কাজ করে?

এছাড়া যারা নতুন করে সাইট তৈরী করে  বেশ কয়েক মাসের মধ্যে ভালো ভিজিটর এনে সাইটকে আস্তে আস্তে বড় করে, তখন তারা shared hosting ছেড়ে ভালো Cloud hosting, SSD VPS ও Dedicated server এ যেতে চায় কিন্ত অনেকেই পারে না। আর না পারার কারন হচ্ছে customer এর বাজেট কম থাকে, টেকনিক্যাল দিক দিয়ে দুর্বল থাকে আর কোনটা নিলে ভালো হবে ইত্যাদি সহ আরও বিভিন্ন বিষয়।

সাইটে যদি ভিজিটর বেশি হয়, সাইট লোড নিতে সম্যসা হয়, ভিজিটর বেশি হলে সার্ভার ডাউন হয়ে যায়, এইসব সমস্যার সমাধানের জন্য Cloud Hosting ব্যবহার করা উচিৎ। এছাড়া ও নতুন Ecommerce, Affiliate site, AdSense blog এবং  ব্যবসায় প্রতিষ্ঠান বা ব্যাক্তিগত Android app ও software ডেভেলপমেন্ট এর জন্য বর্তমানে Cloud Hosting  অনেক জনপ্রিয়।

Cloud-hosting-কি

Cloud Hosting কি?

Cloud Hosting হলো এমন একটি হোস্টিং প্রযুক্তি, যেখানে অসংখ্য সার্ভারের সমন্বয়ে বিশেষ ধরনের hosting সিস্টেম তৈরি করা হয়, যেখানে সবগুলো সার্ভারে নির্দিষ্ট এক ধরনেরর হার্ডওয়্যার ও সফটওয়ার ব্যবহার করা হয়। Cloud server এ মূলত সব server একসাথে কাজ করায় বিশাল পরিমান মেমোরি, ক্লক স্পিড ও প্রসেসর স্পিড, সার্পাট দিতে পারে। এ জন্য Cloud Hosting এ host করা ওয়েবসাইট গুলো অনেক দ্রুত গতি সম্পন্ন হয়। Cloud Hosting এ অনেকগুলো server  একসাথে থাকার কারনে যদি কোন একটি server এ কোন ধরনের সমস্যা হয় তারপর ও আপনার ওয়েবসাইট অ্যাক্টিভ থাকবে।

Cloud Hosting  এ কোন Virtual downtime নাই। আর অন্য hosting সিস্টেমে (Shared/Dedicated) নির্ভর করে একটি মাত্র হোস্টিং মেশিন বা সার্ভার র‌্যাক এর উপর। যেখানে Cloud Hosting এর নিরাপত্তা নিশ্চিত করা হয় অনেকগুলো সার্ভার দ্বারা। তেমনি Cloud Hosting আপনার ওয়েবসাইটকে সব দিকে ফাস্ট রাখার জন্য অতিরিক্ত স্পেস এবং র‌্যাম এর অনুমতি প্রদান করে। এখন বুঝতেই পারছেন যে স্ট্যার্ন্ডাড  Hosting ও Vps থেকে cloud cluster Hosting অনেক ভালো ও দ্রুতগতির।

Cloud Hosting এর বৈশিষ্ট্যঃ

Cloud hosting মূলত অসংখ্য ‍সার্ভারের সমন্বয়ে সৃষ্ট একটি বিশেষ সিস্টেম যার গতির প্রক্রিয়া এবং রির্সোস বেশি হওয়ার কারনে এতে বিশেষ কিছু সুবিধা পাওয়া যায়। যেটা অন্য কোন Hosting প্রযুক্তি তে পাওয়া যায় না। নিচে cloud hosting সুবিধা গুলো আলোচনা করা হলঃ

Cloud-hosting-কি

নির্ভরযোগ্যতাঃ

Cloud Hosting শেয়ার্ড হোস্টিং থেকে অনেক বেশি নির্ভরযোগ্য হয়ে থাকে। কারন শেয়ার্ড হোস্টিং এ নির্দিষ্ট কিছু রির্সোস ভাগ করে দেওয়া থাকে, শেয়ার্ড হোস্টিং এ হোস্ট করা সাইট গুলোর জন্য। কিন্তু Cloud Hosting এর প্রতিটি server পৃথক থাকায় এক server এ কোন সমস্যা হলে তা অন্য কোন server এর কর্মক্ষমতায় চাপ সৃষ্টি করে না।

লোড ব্যলেন্সিং ও নমনীয়তাঃ

অন্যান্য Hosting সিস্টেম থেকে Cloud Hosting বেশি লোড ও ব্যলেন্সিং করতে পারে, কারণ এর সব সার্ভারে অতিরিক্ত র‌্যাম থাকে ফলে এর লোড নির্দিষ্ট কোন সার্ভার বা মেশিনের উপরে না পড়ে সবগুলো সার্ভার এর উপর পড়ে । তাই এর লোড ব্যালেন্সিং ও নমানীয়তা বেশি।

➤ আরও জানুনঃ WHMCS কি এবং কেন ব্যবহার করবেন?

ভাচুয়্যাল নো ডাউনটাইমঃ

Cloud Hosting অগনিত সার্ভার র‌্যাকের সমন্বয়ে সৃষ্ট অনেক বড় Hosting  সিস্টেম। ফলে cloud cluster এর সব গুলো server কে এক একটি নোড হিসেবে ধরা হয়। যদি এর মধ্যে কোন নোডে সমস্যা হয় বা নষ্ট ও হয়ে যায় তবুও  server ডাউন হবে না, কারন বাকি নোডগুলো দ্বারা আপনার হোস্টিং অনলাইন বা আপটাইম থাকেবে ডাউন টাইম হবে না।

নিরাপত্তাঃ

Cloud_Hosting এ সব ধরনের ডাটা নিরাপদ থাকে। কারণ অনেকগুলো server এর সকল অতিরিক্ত স্টোরেজের মাধ্যমে তথ্যগুলো ছড়িয়ে থাকে, ফলে নির্দিষ্ট কোন স্টোরেজ এ সমস্যা হলেও আপনার সব তথ্য অন্য স্টোরেজের কাছে জমা থাকে।

সাশ্রয়ী মুল্যেরঃ

Manage VPS ও Dedicated Server থেকেও Cloud_Hosting অনেক সাশ্রয়ী মুল্যের হয়ে থাকে।

Cloud Hosting কেন ব্যবহার করবেন?

  • Cloud_Hosting অনেকগুলো সার্ভার এর সমন্বয়ে তৈরি হওয়ায় এতে একই ধরনের হার্ডওয়্যার ও সফটওয়্যার ব্যবহার করা হয়, আর তাই হোস্টিং অনেক দ্রুত কাজ করে।
  • আপনার ওয়েবসাইট যদি shared hostingএ থাকা অবস্থায় সাইটের ভিজিটর বেড়ে যায় অথবা হঠাৎ করে আপনার hosting রির্সোস বেড়ে যায়, তখন shared hosting এই লোড নিতে পারে না। কারণ shared hosting এর রিসোর্স লিমিট করা থাকে।  Cloud_Hosting এ এই রকম কোন সমস্যা হওয়ার সম্ভাবনা নেই, কারণ এতে রিসোর্স লিমিট করা থাকে না। যেমনঃ I/O usage, Swap Memory, Memory ইত্যাদি।
  • ই-কমার্স সাইট গুলোতে বিশেষ করে অনেক স্পীড এর প্রয়োজন হয়, তাছাড়া এই সাইটগুলোর জন্য সার্ভার স্পীড ও আপটাইম একান্ত প্রয়োজন। আর এর জন্য cloud_hosting খুবই গুরত্বপুর্ণ।
  • বিভিন্ন ধরনের ওয়েব অ্যাপ্লিকেশন, এন্ড্রয়েড অ্যাপ, ডেভেলপমেন্ট এর ক্ষেত্রে ও Cloud_hosting গুরত্বপুর্ণ ভুমিকা পালন করে।
  • Cloud_Hosting এমূলত ভার্চুয়াল কোন ডাউন টাইম থাকে না। করন Cloud_Hosting এ অনেকগুলো সার্ভার ব্যবহার করায় কোন নোড বা সার্ভারে সম্যসা এবং রক্ষণাবেক্ষনে ও সার্ভার ডাউন হয় না।
  • Cloud_Hostingএ ডাটা নিরাপদ থাকে কারণ কোন সার্ভারে সম্যসার কারণে  ডাটা মুছে গেলে অন্যান্য সার্ভার হতে ডাটা ব্যাকআপ এর মাধ্যমে পাওয়া যায়।
  • Cloud_Hostingসাশ্রয়ী মুল্যের হয়ে থাকে। কারণ যখন কেউ তার হেভি ট্র্যাফিক সাইট shared hosting থেকে VPS ও Dedicated এ নিতে চায়, সেক্ষেত্রে বাজেট বা বেশি মুল্যের কারনে যেতে পারে না। কারন একটি ভালো Unmanaged VPS এর দাম মাসিক $35-$38 ডলার, আর এই VPS ম্যানেজ করার জন্য অবশ্যই সি-প্যানেল দরকার হয়, আর সি-প্যানেলের মাসিক খরচ প্রায় $25 ডলার। তখন সব মিলিয়ে খরচ পড়ে প্রায় $60-$65 ডলার। এছাড়া ও টেকনিক্যালি আরো অনেক কিছু ম্যানেজ করতে হয় যা সবাই করতে পারে না। Dedicated Server এর কথা বাদ দিলে ও একটা VPS এর মাসিক খরচের অর্ধেক দিয়ে বাৎসরিক Cloud_Hosting এর দাম হয়ে যায়।

➤ আরও জানুনঃ লিনাক্স কি? কেন ব্যবহার করবেন?

Cloud Hosting কোথায়  থেকে কিনবেন?

  • TOSHOST LTD এর UK hybrid Cloud_hosting প্যাকেজগুলো দেখতে পারেন এখানে: https://toshost.com/cloudhosting 
  • UK  এর বিশেষ পদ্ধতিতে তৈরি এই ক্লাউড হোষ্টিং 
  • Load Balancing System রয়েছে এই হোষ্টিং এ তাই যদি কোন কারনে আপনার ট্রাফিক হঠাত বৃদ্ধি পায় তাহলেও সাইট ডাউন হবে না। 
  • Multiple server Cluster এর কারনে আপনার ওয়েবসাইটটি থাকে একাধিক সার্ভারে সুরক্ষিত । 
  • Hybrid UK Cloud হোষ্টিং এ রয়েছে  Linux & Windows অপারেটিং সিষ্টেম তাই প্রত্যেক সাইটের জন্য আলাদা আলাদা OS ব্যবহার করতে পারবেন ।
  • 1 click Installer এর মাধ্যমে ওয়ার্ডপ্রেস ইন্সটল করতে পারবেন মাত্র ১ মিনিটেই। 
  • প্রতিদিনের ব্যাকআপ আপনার প্যানেলেই সুরক্ষিত থাকে। 
  • অত্যন্ত সাশ্রয়ী এই Hybrid_Cloud Hosting ক্রয় করতে যোগাযোগ করুন লাইভ চ্যাটে। 

সব মিলিয়ে বলা যায় Cloud_Hosting সিস্টেম আমাদের জন্য অনেক গুরত্বপুর্ণ। যা আমরা খুব সহজেই নিজেদের ব্যাক্তিগত কাজে বা ব্যাবসা প্রতিষ্ঠানের জন্য ব্যবহার করতে পারি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *