PCI SLOT কি? কম্পিউটার প্রযুক্তিতে পিসিআই স্লট এর ভূমিকা

কম্পিউটার প্রযুক্তি বিষয়ে যথেষ্ট আগ্রহী হয়ে থাকলে আপনি অবশ্যই পিসিআই স্লট এর কথা শুনে থাকবেন, যা কিনা সিপিইউ তে অবস্থান করে। সাময়িকভাবে এর চেয়ে বেশি কিছু আপনার জানা থাকার কথা নয়। এটি হল কম্পিউটারের একটি পুরনো প্রযুক্তি যা কিনা বর্তমান সময়ের দ্রুতগতিসম্পন্ন কম্পিউটারকে পেতে আমাদের সাহায্য করেছে।

PCI Slot গতানুগতিক ডেক্সটপ কম্পিউটার ডিজাইনের একটি অংশবিশেষ। বর্তমান সময়ের কম্পিউটারগুলোতে  ব্যবহৃত আধুনিক যন্ত্রপাতি যেমন PCI Express, আদিতে ব্যবহৃত পিসিআইয়ের ভূমিকা পালন করছে, পূর্বের পিসিআই  এর নকশা সম্পর্কিত  জ্ঞান আধুনিক পিসিআই এক্সপ্রেস,সম্পর্কে বুঝতে অধিকতর সহায়ক হবে।

PCI Slot কি?

পি সি আই এর পূর্ণরূপ হল পেরিফেরাল কম্পনেন্ট ইন্টারকানেক্ট  অর্থাৎ  কম্পিউটারের ইনপুট এবং আউটপুট ডিভাইস সমূহের আন্তঃসংযুক্তি। এইতো মাত্র কয়েক বছর আগেই কম্পিউটারের ব্যবহার ছিল আমাদের জন্য এক বিরাট সুযোগ। তখন পিসিআই ছিল এক ধরনের বাস – BUS  যা কিনা 32 -বিটের এবং 64- বিটের হতো। BUS হল একটি কম্পিউটিং সিস্টেম। কম্পিউটারে একটি বাস কাজ করে একগুচ্ছ তারের সহায়তায় যার মধ্য দিয়ে প্রদত্ত ডাটা বা উপাত্তগুলো কম্পিউটারের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে স্থানান্তরিত হয়ে থাকে। এক কথায় বলা চলে এটি কম্পিউটারের বিভিন্ন অংশের মধ্যে একটি সংযোগ স্থাপন করে যা কিনা আপনাকে দক্ষতার সাথে কম্পিউটার পরিচালনায় সাহায্য করে। 

PCI Slot কেন গুরুত্বপূর্ণ?

 পিসিআই ছিল কম্পিউটারের মাদারবোর্ড এ ব্যবহৃত সর্বোচ্চ গ্রহণযোগ্য  বিস্তৃত স্লট। নব্বইয়ের দশকে ব্যবহৃত প্রায় প্রত্যেকটি কম্পিউটারে একটি বড় ধরনের সমস্যা  শনাক্তকরণের জন্য ইন্টেল সর্বপ্রথম  এই পিসিআই টুয়েন্টি ডিজাইন এবং সৃষ্টি করে।

পূর্বে যত ধরনের  যন্ত্রাংশ বা এক্সেসরিজ পাওয়া যেত তার সবগুলোই কম্পিউটারের জন্য উপযুক্ত ছিল তা নয়।এক্ষেত্রে পিসিআই অবশ্যই প্রশংসার দাবিদার।  কারণ, এটি কেবল মাত্র একটি নতুন পেরিফেরাল ই যুক্ত করেনি, এটি RAM বৃদ্ধিতেও সাহায্য করেছে। পিসিআই বাস সমান্তরাল হওয়ার কারণে অনেকগুলো ডাটাকে একই সাথে দ্রুতগতিতে স্থানান্তর করতে সক্ষম| এগুলো সাধারণত কার্ডের ফর্মে তৈরি অর্থাৎ আপনি ইচ্ছে করলে কম্পিউটারে অতিরিক্ত কার্ড  সংযোজন করতে পারবেন । এর ফলে আপনি ঝামেলামুক্তভাবে এবং দ্রুতগতিতে ইনস্টলেশন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন।

পিসিআই স্লট (PCI Slot) কিভাবে কাজ করে?

কম্পিউটারের সিপিইউ তে রয়েছে অনেকগুলো জটিল যন্ত্রাংশের সমাহার। সম্পূর্ণ ব্যবস্থাকে গতিশীল রাখার জন্য এই প্রত্যেকটি যন্ত্রাংশ কে একই তালে কাজ করতে হয়।  এক্ষেত্রে পিসিআই খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।  এটি কম্পিউটারের যে অংশগুলোকে আপনি সংযুক্ত করতে চাচ্ছেন তাতে একটি উপযুক্ত ব্যান্ডউইথ সরবরাহ করে। উদাহরণস্বরূপ, বলা যেতে পারে আপনার কম্পিউটারের মনিটর যা কিনা সিপিইউর সাথে একটি গ্রাফিক্স কার্ডের মাধ্যমে সংযুক্ত এবং এখান থেকে পিসিআই এর কার্যকারিতা আসে।

সব ধরনের বাহ্যিক যন্ত্রাংশ সমূহ পিসিআই স্লট,  প্লাগ, এবং আপনার কম্পিউটারের প্লে সিস্টেমের সাথে যুক্ত থাকতে পারে । এতে করে আপনার পিসি স্ক্যান করতে পারে এবং পিসিআই স্লট এ সংযুক্ত যন্ত্রাংশকে চিহ্নিত করতে পারে এবং আপনি মনিটরের পর্দায় আপনার প্রিয় মুভি উপভোগ করতে পারেন।

পিসিআই স্লট এর বিভিন্ন ধরন

দ্রুতগতিসম্পন্ন প্রযুক্তির সাথে তাল মিলিয়ে চলতে গিয়ে দ্রুতগতিসম্পন্ন বাস পদ্ধতির প্রয়োজন হয়ে পড়েছিল। সেই প্রয়োজন মেটাতে যুগোপযোগী পিসিআই ভার্সনগুলো আমাদের সামনে এসেছে এবং আমাদের কম্পিউটার সমূহকে অধিকতর দ্রুতগতি সম্পন্ন করেছে|

কাল পরিক্রমায় আমরা বিভিন্ন ধরনের পিসিআই পেয়েছি যার মধ্যে উল্লেখযোগ্যগুলো হল:

  • পিসিআই 1.0 (1992): এটি পিসিআইয়ের প্রথম ভেরিয়েন্ট যা কিনা 32 বিট এবং 64 বিট যুক্ত ছিল|
  • পিসিআই 2.0 (1993):এই পিসিআই তার পূর্ববর্তীর সাথে মিল সম্পন্ন ছিল এটিতে দুটি খাজ ছিলো যাতে করে বাহ্যিকভাবে 6.3 V এবং 5V এর মাঝে পার্থক্য নিরূপণ করা যায়|
  • পিসিআই 2.1 (1995): এটি  তার পূর্ববর্তীটির আধুনিকায়ন ,যাতে 666 মেগাহার্টজ  ঘড়ির  গতি সংযুক্ত ছিল|
  • পিসিআই 2.2 (1998): এটি করা হয়েছিল স্লট এর সহজপাঠ্যতা বৃদ্ধির জন্য এবং এতে   ইসিএন সংযুক্ত করা হয়েছিল|
  • পিসিআই2.3 (2002): এই পিসিআইয়ের উন্নয়নে যারা কাজ করেছিলেন তারা এতে ইসিএন এবং লেখা এবং ছাপার ভুল দূরীকরণের বিষয় সংযুক্ত করতে চেয়ে ছিলেন যা কিনা  অ্যাড-ইন-কার্ডের 5V কি মুছে  দিয়েছিল| 
  • পিসিআই 3.0 (2004): পিসিআই এর এই ভার্সনটি পূর্ববর্তী সকল ভার্সনকে টপকে গিয়েছিল এবং এটি পরিপূর্ণরূপে সাপোর্ট বিহীন 5V কি সিস্টেম বোর্ড কানেক্টর।

পিসিআই স্লট এ কি কি জিনিস রাখা যেতে পারে?

পিসিআই স্লট এর অস্তিত্ব না থাকলে আমরা অনেক জিনিস থেকে বঞ্চিত হতাম যা কিনা আমরা এখন উপভোগ করছি। তার মধ্যে রয়েছে গেমিং, ইন্টারনেট সার্ফিং, প্রিন্টিং, ইত্যাদি। এই স্লট এর কারণে  আমরা কম্পিউটারের ইনপুট আউটপুট ডিভাইসের অনেককিছুই  সঠিকভাবে ব্যবহার করতে পারছি । যেমন:

  •  মডেম
  •  নেটওয়ার্ক কার্ড
  •  সাউন্ড কার্ড
  •  গ্রাফিক্স কার্ড
  •  টিভি টিউনার
  •  ফায়ার কার্ড
  •  কন্ট্রোলার কার্ড
  •  স্ক্যানার 
  • ইউএসবি
  •  পিএস 2
  • স্থানান্তরযোগ্য এবং স্থানান্তরযোগ্য যন্ত্রাংশ

পিসিআই ড্রাইভার এবং এর প্রতিস্থাপন

পিসিআই এর সাহায্যে কোন ডিভাইস  অথবা যন্ত্রাংশ সংযুক্ত করতে হলে অবশ্যই এ সম্পর্কিত বিস্তারিত বিবরণ এবং নির্দেশিকা ভালোভাবে পড়তে হবে| তবে  নিম্নোক্ত বিষয়সমূহ যেন আপনার নজর এড়িয়ে না যায় – 

  • 32- বিট  যুক্ত একটি পিসিআই স অবশ্যই 32- বিট যুক্ত একটি পিসিআই স্লট’র সাথে সংযুক্ত করতে হবে| আবার একইভাবে 64-bit যুক্ত কার্ডকে 64-bit যুক্ত সাথে সংযুক্ত করতে হবে। 
  • সিপিইউ তে পিসিআই স্লটের সংখ্যা নির্ভর করে এর নির্মাতার উপর| তবে আপনি চাইলে প্রয়োজন অনুযায়ী বাড়তি সংযোজন করে নিতে পারেন|
  • তবে আর যাই করেন না কেন পিসিআইয়ের সংযুক্ত কোন হার্ডওয়ার কে পরিচালনা করতে হলে আপনার অবশ্যই একটি ড্রাইভার প্রয়োজন।
  • সাধারণত হার্ডওয়ারের সাথে ড্রাইভার বা সফটওয়্যারটি থাকে । যদি আপনি এর কোন একটি না পেয়ে থাকেন আপনি ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারেন। 

পিসিআই এবং পিসিআই এক্সপ্রেস এর মধ্যকার পার্থক্য

গতানুগতিক ধারার পিসিআই সমূহ 32-bit এবং 64-bit যুক্ত হয়ে থাকে। আর এগুলো হলো সমান্তরাল বাস(BUS) । আর পিসিআই এক্সপ্রেস গতানুগতিক ধারার পিসিআই এর তুলনায় অধিকতর দ্রুতগতি সম্পন্ন এবং সিরিজ বাস (BUS)ধারণার উপর ভিত্তি করে তৈরি করা। পিসিআই এক্সপ্রেস কার্ড বিভিন্ন কনফিগারেশনের হয়ে থাকে |যেমন: 1x.4x,8x,16x, ইত্যাদি। এদের প্রত্যেকের ভিন্ন ভিন্ন শক্তিমত্তার অধিকারী এবং প্রয়োজন অনুসারে শক্তি সরবরাহ করে থাকে।

 পিসিআই এক্সপ্রেস এর সাথে যে ব্যান্ডউইথ সংযুক্ত থাকে তা কোন অবস্থাতে গতানুগতিক ধারার পিসিআইয়ের সাথে তুলনীয় নয়। এখানে উল্লেখযোগ্য একটি বিষয় হল পিসিআই এক্সপ্রেস প্রত্যেকটি ডিভাইসকে তার নিজস্ব ব্যান্ডউইথের সাথে সংযুক্ত করে যা কিনা গতানুগতিক ধারার পিসিআই এর পক্ষে সম্ভব নয়। ফলে তৎকালীন  টু- ডি গেমস বর্তমান সময়ের উচ্চমাত্রার থ্রিডি গ্রাফিক্স গেম এ রূপান্তরিত হয়েছে। এই প্রযুক্তির ভবিষ্যতে কোথায় গিয়ে  দাঁড়াবে তা এখনই বলা মুশকিল।

পরিশেষে বলতে পারি, বর্তমানে বিলুপ্তপ্রায় পিসিআই স্লট দ্রুতগতিসম্পন্ন আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার জন্য  আমাদের দ্রুততর কম্পিউটার প্রযুক্তি পেতে সহায়তা করেছে। আমরা পেয়েছি পিসিআই এক্সপ্রেস যা কিনা গতানুগতিক ধারার পিসিআই এর ধারণার উপর ভিত্তি করে তৈরি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *